- Advertisement -
প্রিয় সংবাদ ডেস্ক :: চট্টগ্রামে এই প্রথম একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) রাতে তার নমুনা পরীক্ষায় এই রেজাল্ট পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। তার নাম মুজিবুল হক। বাড়ী দামপাড়া এলাকায় বলে তিনি জানান।
সিভিল সার্জন বলেন, শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলোশনে রয়েছেন।
জানাগেছে, আজ শুক্রবার মোট ৩৩ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছিলো সেখানেই এই প্রথম একজন পজেটিভ এসেছে।