পত্রিকার প্রিন্টভার্সন বন্ধ এবং গণমাধ্যম কর্মিদের চাকুরী সুরক্ষার দাবি

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: কোভিড-১৯ কে কেন্দ্র করে সম্প্রতি দৈনিক মানবজমিন, আলোকিত বাংলাদেশ, দৈনিক জনতাসহ বেশ কয়েকটি দৈনিক পত্রিকার প্রিন্টভার্সন বন্ধ করে দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের দূর্যোগময় সময়ে গণমাধ্যম কর্মিরা যেখানে নিজের, পরিবারের জীবনবাজি রেখে পেশাগত দায়িত্ব পালন করছে ঠিক সেই মুহুর্তে পত্রিকার প্রিন্টেট ভার্সন বন্ধ করে দিয়ে হাজার হাজার সাংবাদিককে অনিশ্চয়তার মধ্য ঠেলে দেয়া হয়েছে। দেশের সংকটময় মুহুর্তে গণমাধ্যম কর্মিদের চাকরী সুরক্ষা করা যেখানে জরুরী কর্তব্য, সেখানে পত্রিকার প্রিন্ট ভার্সন বন্ধ করে দিয়ে মালিক কর্তৃপক্ষ সব কিছু সংকোচিত করছে,যা অমানবিক এবং আইনের সুস্পষ্ট লংঘন। বিশ্বব্যাপী করোনা ভাইরাসকে মহামারি হিসাবে ঘোষণা দেয়া হয়েছে, সংক্রামন রোধে বাংলাদেশে লকডাউন চলছে, এ অবস্থায়ও বিভিন্ন গণমাধ্যমে সাংবদিক ছাঁটাই চলছে। গণমাধ্যম কর্মিদের চাকরী সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মন্ত্রণালয়সহ সরকারকে এখনি উদ্যোগ নেয়া প্রয়োজন। এজন্য সাংবাদিক সংগঠনের নেতাদের তদবিরবাজি, দালালি পরিহার করে সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভুমিকা রাখার আহবান জানাচ্ছি। বর্তমান সরকার গণমাধ্যম কর্মিদের জন্য আন্তরিক। নেতৃত্বের অদক্ষতা, উদাসীনতা আর নিজেদের আখের গোছানোর অসুস্থ প্রতিযোগিতার কারনে গণমাধ্যম কর্মিরা আজ কঠিন সংকটের মুখোমুখি। নিজেদের অধিকার আদায়, গণমাধ্যম কর্মিদের চাকুরী সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি। গণমাধ্যম কর্মিদের শেষ ভরসারস্থল মাননীয় প্রধানমন্ত্রী।জাতির জনক বঙ্গবন্ধু এক সময় গণমাধ্যমের সাথে যুক্ত ছিলেন। ফলে মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যম পরিবারেরও সদস্য। গণমাধ্যম কর্মিদের সুরক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

লেখক, সাংবাদিক হাসান ফেরদৌস,
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক।

সর্বশেষ