সরকারের অবহেলার কারণে মূল্য দিচ্ছে সমগ্র জাতি: আমীর খসরু

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: করোনা ভাইরাস নিয়ে সরকার শুরু থেকেই অবহেলা করছে। আর এই অবহেলার কারণেই সমগ্র জাতি আজ মূল্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার চট্টগ্রামে চারটি মেডিকেল কলেজ ও একটি হাসপাতালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণকালে অনলাইনে অনুষ্ঠান উদ্বোধন করে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, সরকার শুরু থেকে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে যে অবহেলা করেছে তার মূল্য দিতে হচ্ছে সমগ্র জাতির। খেটে খাওয়া দিনমজুর ভাইবোনদের খাদ্য সামগ্রী পৌঁছে দেবার এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। আমাদের দল থেকে শুরু থেকেই জনগণকে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করেছি। অসহায়দের পাশে দাঁড়িয়েছি। প্রত্যেকেই নিজ নিজ এলাকায় স্হানীয় নেতৃবৃন্দরা সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়দের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন, আবুল হাসেম বক্কর সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি, আবু সুফিয়ান সিনিয়র সহ-সভাপতি, একরামুল করিম সাবেক সাধারণ সম্পাদক ড্যাব, এস এম সারোয়ার আলম চট্টগ্রাম মহানগর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আরো ছিলেন, ডা. জসিম উদ্দিন সভাপতি ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ, ডা. তমিজউদদীন আহমেদ মানিক সভাপতি ড্যাব চট্টগ্রাম জেলা শাখা, ডা. আবুল কালাম, ডা. কামরুন নাহার দস্তগীর, ফয়জুর রহমান, বেলায়েত হোসেন, আব্বাস উদ্দীন, ডাক্তার মিনহাজুল আলম, ডাক্তার ফামিন আলম প্রমূখ।

সর্বশেষ