spot_imgspot_img
spot_imgspot_img

ফরাসি রণতরীর ৬৬৮ নাবিক করোনায় আক্রান্ত

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: সমুদ্রে টহলরত অবস্থায় চার্লস ডি গলে নামে ফ্রান্স সামরিক বাহিনীর একটি বিমানবাহী রণতরীর ছয় শতাধিক নাবিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, চার্লস ডি গলের এই রণতরীটি ইরাক ও সিরিয়ায় আইএসআইএস দমনে ন্যাটোর অনুশীলনের অংশ হিসেবে আটলান্টিকে অপারেশন কামালের মহড়ায় মোতায়েন করা হয়েছে। রণতরীটি ২ হাজারের মতো নাবিক ধারণ করে। তবে বর্তমানে এতে ১ হাজার ৭৬৭ জন নাবিক রয়েছেন। যাদের সবার করোনা পরীক্ষা করা হয়।

সেখানে ৬৬৮ ক্রু সদস্যের দেহে কোভিড ১৯-এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩১ নাবিককে দেশটির টুলনে অবস্থিত সেন্ট আন্নে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এমন খবরের পর এখন রণতরীটিকে এসকর্ট দেয়া অন্যান্য নৌযানের ক্রুদেরও করোনা পরীক্ষা করা হচ্ছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ