বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
spot_img

টেকনাফে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

 

টেকনাফে পুলিশি অভিযানে ২ লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার ইয়াবা কারবারীর বিরুদ্ধে মামলা করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত ১১ টায় মডেল থানার পুলিশ বাহিনীর একটি দল মেরিন ড্রাইভ সংলগ্ন হাবিরছড়া ঘাটে অভিযান পরিচালনা করে। এ সময় ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানকালে ৪ ইয়াবা কারবারী পালিয়ে যায়। পরে হাবিরছড়া এলাকার শাকের (২৫), আব্দুল মতলব (৩৭), রাজারছড়ার আব্দুল গফুর (৪২) ও টেকনাফ তুলাতলীর মো বশরকে পলাতক আসামী করে মামলা করা হয় বলে জানান ওসি রনজিত কুমার বড়ুয়া।

সর্বশেষ