মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
spot_img

পারমাণবিক পরীক্ষার স্থাপনা ধ্বংস করলো উত্তর কোরিয়া

 

অবশেষে পারমাণবিক পরীক্ষার স্থাপনা ধ্বংস করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার বিদেশী সংবাদকর্মীদের উপস্থিতিতে পাঙ্গিয়েরিতে অবস্থিত ওই স্থাপনা ধ্বংস করা হয়। এর মধ্য দিয়ে পানমুঞ্জাম ঘোষণার বাস্তবায়ন ঘটলো। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক স্থাপনা ধ্বংসের বিষয়টি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে নির্ধারিত বৈঠক সফল হওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, পাঙ্গিয়েরি পারমাণবিক স্থাপনাটি উত্তর কোরিয়ার উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত।
পার্বত্য এই অঞ্চলে জনমানুষের বসতি কম। বৃহস্পতিবার এই স্থাপনাটি ধ্বংস করে উত্তর কোরিয়া। প্রেসিডেন্ট কিম জং উন পূর্বেই এ স্থাপনা ধ্বংসের ঘোষণা দিয়েছিলেন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্ধারিত বৈঠককে সামনে রেখেই নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন কিম। বিশ্লেষকরা বলছেন, বৈঠককে সামনে রেখে যুক্তরাষ্ট্রকে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য উত্তর কোরিয়াকে পরবর্তীতে আরো পদক্ষেপ নিতে হবে।

সর্বশেষ