পুলিশের ত্রানের গাড়ি নিয়ে ছুটছেন রিয়াজ

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক ::  রিয়াজ চৌধুরি প্রতিনিয়ত ছুটে চলছে ত্রানের গাড়ি নিয়ে। তার মানবিক কর্মকাণ্ড ইতিমধ্যে চকবাজার এলাকায় প্রশংসা কুড়িয়েছে। এমন পুলিশ প্রশাসনের গর্ব। প্রচারবিমুখ নীরবে-নিভৃতে নিজ দায়িত্ব রাষ্ট্র সমাজের জন্য পালন করে যাওয়া এই তরুণ পুলিশ কর্মকর্তা হলেন চকবাজার থানার ওসি তদন্ত। অসহায়রা যখন একটু ত্রানের আশায় এদিক সেদিক হন্য হয়ে ছুটছেন অন্যদিকে চকবাজার থানা পুলিশ এলাকার আনাচে কানাচে ও বস্তিতে বস্তিতে গিয়ে কষ্টে থাকা অসহায়দের খুঁজে খুঁজে তাদের হাতে পৌছে দিচ্ছেন ত্রানের প্যাকেট। সরেজমিনে দেখাযায়, ওসি তদন্ত রাতে বৃষ্টিতে ভিজে অসহায়দের হাতে তুলে দিচ্ছেন ত্রান সহায়তার প্যাকেট। ত্রান পেয়ে মহাখুশি অসহায়রা।

সর্বশেষ