spot_imgspot_img
spot_imgspot_img

সারা দেশে ৩৮৭ চিকিৎসক করোনায় আক্রান্ত: এফডিএসআর

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :: সারা দেশে ৩৮৭ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই ৩১৭ জন চিকিৎসক এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার রাতে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর)-এর ইমার্জেন্সি র‌্যাপিড রেসপন্স টিম এ তথ্য জানায়। ওই টিম করোনার সর্বশেষ আপডেট নিয়ে কাজ করছে।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ নামক একটি সংগঠনটি সারা দেশের চিকিৎসকদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরিসংখ্যান তুলে ধরছে।

রোববার রাত পৌনে ১১টায় এফডিএসআরের ইমার্জেন্সি র‌্যাপিড রেসপন্স টিমের সদস্য ডা. নাজমুল হোসেন নিপু যুগান্তরকে বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, ঢাকায় ৩১৭ জন, বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটের ৫জন, রংপুর ৩ জন, ময়মনসিংহে ২৮ ও
খুলনায় ১০জন চিকিৎসক আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এফডিএসআর চিকিৎসকদের একটি অরাজনৈতিক সংগঠন। ২০১৯ সালের এপ্রিলে এটি প্রতিষ্ঠিত হয়। এর সঙ্গে প্রায় ৪০ হাজার ডাক্তার যুক্ত আছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৫ জনে। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৮ জন। এতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৪১৬। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১২২ জনে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ