নগরীর জিইসি মোড়ে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। এতে সহযোগিতা করে নগর পুলিশ, বিএসটিআই, ক্যাবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। নগরীর জিইসি মোড়ে ভেজাল তেল ও নোংরা পরিবেশে ইফতার বিক্রি করায় ক্যান্ডিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভেজাল তেল ও নোংরা পরিবেশে তৈরি করা ইফতার বিক্রি বন্ধের আদেশ দেন। জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত ক্যান্ডি থেকে বের হওয়ার ১০ মিনিটের মাথায় আবার এসব ইফতার বিক্রি শুরু করে তারা। বিষয়টি জানতে পেরে দ্বিতীয়বার ক্যান্ডিতে হানা দেন ভ্রাম্যমাণ আদালত। এবার আদেশ দেন দোকান বন্ধ এবং নোংরা পরিবেশে তৈরি ইফতার নষ্ট করার। তবে তাতেও কাজ হয়নি। ভ্রাম্যমাণ আদালতের সামনে দোকানের একটি দরজা (শাটার) বন্ধ করে কিছুক্ষণ বিক্রি বন্ধ রাখলেও ম্যাজিস্ট্রেট স্থান ত্যাগ করার সঙ্গে সঙ্গে আবার বিক্রি শুরু করে তারা। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে এভাবেই ‘চোর-পুলিশ’ খেলে জিইসি মোড়ের খাবারের দোকান ক্যান্ডি। একই সময়ে জিইসি মোড়ের মোহাম্মদিয়া হোটেলে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। হোটেলটিতে তখন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার তৈরি ও বিক্রি হচ্ছিল। এছাড়াও হোটেলের রান্না ঘরে গিয়ে পচা রূপচাঁদা মাছ ও ডিম পান ভ্রাম্যমাণ আদালত। পরে হোটেলটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, ভেজাল খাদ্যবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল জিইসি মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্যান্ডিকে ১৫ হাজার টাকা ও মোহাম্মদিয়া হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থ ও জনস্বাস্থ্যের বিষয় বিবেচনা করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।