চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল আজ ২৫ মে শুক্রবার নগরীর রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, কোতয়ালী আসনের সংসদ সদস্য জিয়াউদ্দিন বাবলু, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, দৈনিক পূর্বকোণ গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, ডিজিএফআই চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক জামিল আক্তার সিদ্দিকী, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালি ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের সভাপতি সোলায়মান আলম শেঠ, পিডিবি’র প্রধান প্রকৌশলি প্রবীর কুমার সেন,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী, বিএফইউজের সহ-সভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান স্বপন কুমার মল্লিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ণ সম্পাদক রোকসারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য ম. শামসুল ইসলাম, মোয়াজ্জেমুল হক ও হেলাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য সৈয়দ মাহমুদুল হক, সংবাদ সংস্থা নিউজ বিএনএ’র সম্পাদক মিজানুর রহমান মজুমদার, প্রেসক্লাবের আজাীবন সদস্য হাজী মোঃ শাহাবুদ্দিন, জিনাত সোহানা চৌধুরী, আলী আহমদ শাহীন, বিএফইউজে’র সদস্য নওশের আলী খান ও আসিফ সিরাজসহ চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী-অস্থায়ী সদস্য, তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন দেশ ও জাতির অগ্রগতিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলেন, সাংবাদিকরা তাদের লেখনীর মধ্য দিয়ে দেশকে সঠিক পথে পরিচালিত করতে সহযোগিতা করবেন। নগর উন্নয়নে সাংবাদিকদের অনেক ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার সাংবাদিকদের এ আয়োজনে অংশ নেয়ার জন্য সকলকে কৃতজ্ঞতা জানান। ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী। তিনি তার মুনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।