বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রোববার,৮ এপ্রিল,২০১৮

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক :  চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্ম‍াণ শ্রমিক নিহত হয়েছেন। তার নাম আল আমিন, বয়স ৪০ বছর। রবিবার সকাল ৮টার দিকে নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের একতলার ছাদ থেকে পড়ে এক নির্ম‍াণ শ্রমিক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিন কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়াইক্যং এলাকার নুরুচ্ছালামের ছেলে।

সর্বশেষ