ওমানের দক্ষিণাঞ্চলে মেকুনুর আঘাত, হতাহত ৪

 

- Advertisement -

ওমানের দক্ষিণাঞ্চলে শুক্রবার ঘূর্ণিঝড় মেকুনুর প্রভাবে শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কমপক্ষে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরো তিনজন। দেশটির সোকোত্রা দ্বীপে মেকুনুর এ তাণ্ডব চলে।

ওমানের আবহাওয়া বিভাগের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, শুক্রবার রাতে উপসাগরীয় দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী সালালাহ’র পশ্চিমে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এ সময় শক্তিশালী ঝড়ো বাতাসের সাথে ভারী বৃষ্টিপাত ও উঁচু ঢেউ দেখা যায়।

তিনি বলেন, ‘সর্বশেষ পর্যবেক্ষণে দেখা গেছে ঘূর্ণিঝড়টির মূল কেন্দ্র দোফার প্রদেশের উপকূলে আঘাত হানে।’ ওই অঞ্চলটিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বেশ কয়েকটি গাড়ি পানিতে ডুবে গেছে।

আবহাওয়া বিভাগের প্রধান আব্দুল্লাহ আল-খোদুরি ওমান টিভিকে জানান, শুক্রবার রাতে আঘাত হানা ঘূর্ণিঝড়টি দুই ক্যাটাগরির ছিল। আঘাত হানার পর শক্তি কমে গিয়ে এটি এক ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়।

তিনি জানান, এটি আরো দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে। এরপর সৌদি আরবের দক্ষিণাঞ্চলে আঘাত হানবে।

ঝড়টি পার্শ্ববর্তী ইয়েমেনের দক্ষিণপূর্বাঞ্চলেও আঘাত হেনেছে।

কর্মকর্তারা বলেন, উপকূল অঞ্চলের দুটি প্রদেশের হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, ঝড় কবলিত দুটি প্রদেশে ৬৫টি আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে।

সর্বশেষ