বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

 

- Advertisement -

কুমিল্লায় হত্যা ও নাশকতার দুই মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া অন্তবর্তীকালিন জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ দুপুরে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদন করা হয় বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। আগামীকাল এ বিষয়ে শুনানি হবে বলে জানান তিনি। এর আগে সকালে এক আদেশে কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। তবে, নড়াইলের মানহানির মামলায় জামিনের আবেদন উপস্থাপিত হয়নি মর্মে তা খারিজ করে দেন আদালত।

সর্বশেষ