বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

আওয়ামীলীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে,নোমান

 

- Advertisement -

খালেদা জিয়াকে বন্দী রেখে সরকার আরেকটি ৫ই জানুয়ারি মার্কা নির্বাচনের যে নীলনকশা করছে তা বুমেরাং হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, আওয়ামীলীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, এখন তাঁরা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। পুলিশ, র‌্যাব ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাঁরা ক্ষমতায় টিকে আছে। এই অবস্থা বেশীদিন চলবে না। পৃথিবীতে কোন স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি, বর্তমান সরকারেরও শেষ রক্ষা হবে না। আমরা আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করব।
চট্টগ্রামের রেলওয়ে অফিসার্স ক্লাবে জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নোমান বলেন, আওয়ামীলীগ শহীদ জিয়াকে ভয় পায়। সরকার এখনো শহীদ জিয়ার ছায়ার সাথে যুদ্ধ করছে, তবে তাঁরা জানে জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশী শক্তিশালী। হত্যা, মামলা, হামলা ও গুম করেও কোন বিএনপি নেতাকর্মীকে সরকার জিয়ার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামীলীগ ইতিহাসের আঁস্তকুড়ে নিক্ষিপ্ত হবে। বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি এম এ সবুর, এডভোকেট আব্দুস সাত্তার, এস কে খোদা তোতন, এডভোকেট সাত্তার সরোয়ার, জাহাঙ্গীর আলম, এরশাদ উল্লাহ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, সাংগাঠনিক সম্পাদক কামরুল ইসলাম বক্তব্য দেন।

সর্বশেষ