কাঁধের ইনজুরি কাটিয়ে মিশরের হয়ে বিশ্বকাপে খেলার ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন মোহাম্মদ সালাহ। গত শনিবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালের ত্রিশ মিনিটের মাথায় চোট নিয়ে মাঠ ছাড়েন অশ্রুসিক্ত সালাহ। তার অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হার মানে লিভারপুল। সার্জিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে শরীরের ভারসাম্য হারিয়ে আঘাত পান সালাহ। তার বিশ্বকাপ খেলা নিয়েই দেখা দেয় সংশয়। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন সালাহর ইনজুরি গুরুতর।
আবার মিশর ফুটবল ফেডারেশন আশাবাদ ব্যক্ত করে। এবার সমর্থকদের আশ্বস্ত করেছেন সালাহ নিজেই। নিজের অফিসিয়াল টুইটার পেজে লিভারপুল তারকা বলেন, ‘এটা খুব কঠিন রাত ছিল। কিন্তু আমি যোদ্ধা। ইনজুরি সত্ত্বেও আপনাদের গর্বিত করতে রাশিয়ায় থাকা নিয়ে আমি আত্মবিশ্বাসী। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে শক্তি যোগাবে। যেটা আমার খুব প্রয়োজন।’ পুরোপুরি ফিট হতে দুই সপ্তাহের বেশি সময় পাচ্ছেন ২৫ বছর বয়সী সালাহ। আগামী ১৫ই জুন নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে মিশর। ‘এ’ গ্রুপের অপর দুই দল স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব।