বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার বিভিন্ন কৌশলে কারাগারে আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার রাজনৈতিক দিক থেকে একেবারে দেউলিয়া হয়ে গেছে। জনগনের কাছে যেতে ভয় পায়, জনগনের সামনে আসতে ভয় পায়। যে কারণে আজকে তারা (সরকার) বিরোধী দলীয় নেত্রীকে এবং বিরোধী দলের নেতা-কর্মীদের গুম করে খুন করে আজকে দেশে একটা এমন ত্রাসের অবস্থা সৃষ্টি করেছে। যেটাকে ফ্যাসিবাদ বলা ছাড়া অন্য কিছু বলার উপায় নেই। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা আলমগীর বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে, নির্বাচন নির্বাচন কমিশনের পরিচালনায় সকল দলের অংশগ্রহনমূলক নির্বাচন হতে হবে। মির্জা আলমগীর বলেন, মাদক সেবনকারী বা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা (সরকার) আসলে কাদেরকে হত্যা করছে। সরকার ভাবছে জনগণ কিছুই জানতে পারছে না। আসলে বিনা বিচারে বন্দুক যুদ্ধের নাম বলে মিথ্যা কথা বলে তাদেরকে হত্যা করা হচ্ছে। ইফতারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বরকতউল্লাহ বুলু, জয়নাল আবেদীন, শওকত মাহমুদ, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পারোয়ার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খানসহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ইফতারে অংশ নেন।