চট্টগ্রামে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

তৌহিদুর রহমান :: চট্টগ্রামে ২ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশ। গত শনিবার সন্ধ্যায় হালিশহর থানাধীন ছোটপুলস্থ শান্তিবাগ এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, হালিশহরের মো. জালাল মিয়া (৩৮) ও ঢাকার মো. আহাদ (২২)।
মহানগর গোয়েন্দা(পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোর্শেদ জানান, হালিশহর থানাধীন ছোটপুলস্থ শান্তিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা সহ মো. জালাল মিয়া (৩৮) ও মো. আহাদ (২২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃদের বিরুদ্ধে হালিশহর থানায় মাদক আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ