spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে পার্লারের আড়ালে অসামাজিক কাজের অভিযোগে গ্রেফতার-৫

spot_img

মো.মুক্তার হোসেন বাবু,চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের অভিজাত এলাকায় স্পা ও পার্লারের আড়ালে চলে আসছে অসামাজিক কার্যকলাপ। অবশ্য পুলিশি অভিযানও অব্যাহত রয়েছে। এদিকে নগরীতে বিউটি পার্লারের আড়ালে অসামাজিক কাজের অভিযোগে তিনজন মহিলাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর খুলশী থানাধীন ওমেন কলেজ মোড় এলাকায় জোরপূর্বক এক শিশুকে যৌনকর্মে লিপ্ত করার অপরাধে গতকাল রোববার খুলশী ও কোতোয়ালিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, লায়ন্স চক্ষু হাসপাতাল গলির খাজা মঞ্জিলের রহিমা আক্তার প্রকাশ ডলি (৪০), ডলির সহযোগী ইয়াছমিন আক্তার মুন্নি (৪০), ও যৌনকর্মী সুমি আক্তার (৪০) ও শামিম উল করিম (২৮)। বাকীদের নাম জানা যায়নি। এর মধ্যে সুমি আক্রারই ভিকটিম ১৬ বছরের ওই শিশুকে যৌনকাজে নিয়ে আসেন এবং বিউটি পার্লারের মালিক ডলি ও তার সহযোগী মুন্নি জোরপূর্বক যৌন কাজে লিপ্ত করেন।
পুলিশ জানায়, ১৬ বছরের এক শিশুকে জোরপূর্বক ৫ দিন যৌনকর্মে লিপ্ত করেন গ্রেফতারকৃতদের মধ্যে থাকা তিনজন মহিলা। এ তিনজন মহিলার মধ্যে একজন ওমেন কলেজ মোড় এলাকার লায়ন্স চক্ষু হাসপাতাল গলিতে লাগজারি বিউটি পার্লারের আড়ালে অসামাজিক কাজ করে আসছেন।
খুলশী থানা পুলিশ জানায়, টানা পাঁচদিন জোরপূর্বক যৌনকর্মে লিপ্ত থাকার পর শিশুটি তার পরিবারকে সব পরিস্কার করে বলে দেন। একপর্যায়ে শিশুর পরিবার থানায় এসে মামলা করলে অভিযানে নামে পুলিশ। একপর্যায়ে জড়িতদের গ্রেফতার করা হয়।
বায়েজিদ জোনের সহকারী কমিশনার (এসি) পরিত্রাণ তালুকদার বলেন, টানা পাঁচ দিন ওই শিশুকে জোরপূর্বক যৌনকর্মে লিপ্ত করেন গ্রেফতারকৃতদের মধ্যে থাকা তিন মহিলা। মুলত লাগজারি নামের একটি বিউটি পার্লারের আড়ালে তিন মহিলার একজন (রহিমা আক্তার ডলি) অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ