প্রিয় সংবাদ ডেস্ক :: সিলেট সফরে আসা দুই মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন করোনা আক্রান্ত সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া ! মন্ত্রীরা চলে যাওয়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় চলছে সিলেটের প্রশাসন ও রাজনৈতিক মহলে।
এদিকে, করোনার স্যাম্পল জমা দেয়ার পরও কোয়ারেন্টিনে না থেকে কেনো তাকে ডিউটিতে দেয়া হলে এ ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য নেই কর্তাদের।
শুক্রবার সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আজহার আলী শেখকে ফোন করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এসএমপি মিডিয়াকে জিজ্ঞাসা করেন।
এসএমপির মুখপাত্র জ্যেতিম্ময় সরকার বলেন, ঘটনাটি জানার পর পরই বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি তারা দেখছেন।
অপরদিকে কোতোয়ালী থানার করোনা আক্রান্ত ওসি শুক্রবার থেকে আইসোলেশনে গেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেট সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।