এম ওসমান গনি হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রামঃ চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে ধলই করোনা আইসোলেশন সেন্টার করোনায় আক্রান্ত রোগীদের দিচ্ছে ফ্রি চিকিৎসা সেবা। ধলই সম্মিলিত নাগরিক সমাজ কর্তৃক পরিচালিত উক্ত আইসোলেশন সেন্টারে হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান উপজেলায় করোনায় আক্রান্তদের তারা সেবা দিয়ে আসছে বলে জানা যায়। উদ্যোক্তা হেলাল উদ্দিন বলেন, গত ৯ই জুলাই ২০২০ ইংরেজীতে ধলই করোনা আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠিত হয়ে এই পর্যন্ত মোট ৩৯ জন করোনা রোগী এখানে ভর্তি হয় এবং ৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। এছাড়াও ৯’শ জনের অধিক রোগীকে আমরা আউটডোর সেবা প্রদান করেছি। মূলত আমরা আট জন ব্যক্তি প্রথমে ধলই করোনা আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠা করার উদ্যোগ নিই। পরে আমাদের সাথে সিনিয়র ভাই, ডাক্তার,এসপি, প্রবাসী ভাইয়েরা যুক্ত হয়। তিনি আরো বলেন, ধলই করোনা আইসোলেশন সেন্টার থেকে যে কেউ সেবা নিতে পারবে। এটা আমরা প্রথমে এলাকার কথা চিন্তা করে উদ্যোগ নিই। পরে সকল উদ্যোক্তা ও সিনিয়র ভাইদের পরামর্শে আমরা এটাকে বৃহৎভাবে নিয়ে যায়। এই আইসোলেশন সেন্টার থেকে সকলে অর্থাৎ দল, পেশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি এবং ইউনিয়ন বা উপজেলার যে কেউ এখান থেকে চিকিৎসা সেবা পাবে। আমাদের সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার রয়েছে। রয়েছে অভিজ্ঞ নার্স ও ওয়ার্ডবয়। তারা সবসময় রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। এসময় তিনি আরো বলেন, করোনা পজিটিভ রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি আমরা আরো একটি পদক্ষেপ নিয়েছি আর সেটা হলো আমরা রোগীদের জন্য এম্বুলেন্স সার্ভিস রেখেছি যা সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিচ্ছে। এসময় ভর্তিকৃত একজন করোনা পজিটিভ রোগী জানান, তার শরীরে করোনা পজিটিভ হলে সে উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করে এবং পরিবারের অন্য সদস্যদের সুস্থ রাখতে এখানে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর থেকে এখানকার ডাক্তার, নার্স তথা সর্বোপরি সবকিছুতে তারা সন্তুষ্ট এবং এখানে খুব আন্তরিকতার সাথে সেবা পাচ্ছে বলে জানান।