বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

মাদক ব্যবসায়ী যত বড় শক্তিশালী হোক না কেন কেউ ছাড় পাবে না

 

- Advertisement -

মাদক প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে কক্সবাজারের কুতুবদিয়া থানা। কুতুবদিয়া সহ দেশজুড়ে চলমান অভিযানে আতংকে রয়েছে দ্বীপের মাদক ব্যবসায়ীরা। ১৭ মে থেকে মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত ধূরুং কাঁচার ইসমাইল, পূর্ব আলী আকবর ডেইলের জসিম উদ্দিন কালু, শাহ আলম, লাল ফকির পাড়ার শাহেদ, মাতবর বাড়ীর রাসেল মাতবর, রিপন মাতবর ও দক্ষিণ ধূরুংয়ের মহিউদ্দিন সহ উপজেলার ২০ জন মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জনকে মাদক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় ও ৯ জনকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চৌধুরী বলেন, ওসি সাহেবের নেতৃত্বে থানার সকল অফিসার ও ফোর্সের নিরলস প্রচেষ্টায় আমাদের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। আমরা আশাকরি মাদক নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে।

থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, চলমান অভিযানে আমরা উল্লেখযোগ্য মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করতে সক্ষম হয়েছি। অভিযান এখনও অব্যাহত আছে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদৌস বলেন, আমাদের চলমান অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবী যত বড় শক্তিশালী হোক না কেন কেউ ছাড় পাবে না। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে সকল অফিসার ও ফোর্স একযোগে কাজ করে যাচ্ছি।

এক পর্যায়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘কুতুবদিয়ায় হয় মাদক থাকবে নয় আমি থাকব’। কুতুবদিয়া থানাকে জঙ্গী, মাদক, সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। এ বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।

সর্বশেষ