বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
spot_img

ক্রসফায়ারে মানুষ হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে-গিয়াস কাদের

 

- Advertisement -

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদর চৌধুরী বলেছেন, বিশ্বের কোন সভ্য দেশে এক দিনে ১২-১৫ জন মানুষ হত্যার খবর পত্রিকায় আসেনা। আর আমরা বর্তমান আওয়ামীলীগের দু:শাসনে এমন দেশে বসবাস করছি, যেখানে প্রতিদিন মাদক সন্ত্রাস নিয়ন্ত্রণের নামে মানুষ হত্যা করছে।

তিনি মঙ্গলবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা,ও পৌরসভা বিএনপি আয়োজিত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলাচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, শেখ মুজিবের মৃত্যুর পর ইন্নালিল্লাহ পড়ার লোক ছিলনা। বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অবস্থার তার ছেয়েও ভয়াবহ হবে। ক্রস ফায়ারের নামে এত মানুষ হত্যার দায় আপনাকে নিতে হবে।

তিনি আরো বলেন, স্বামী, পুত্রহীন একজন বয়ষ্ক মহিলা, তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বিচারের নামে যাচ্ছে তাই আচরণ করা হচ্ছে বলে অভিযোগও করেন তিনি।

ফটিকছড়ির সংসদ সদস্য নজিবুল বশর সম্পর্কে গিয়াস কাদের আরো বলেন, ‘ভান্ডারী, তুমি আমার ভাবীকে (সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী) নিয়ে কটুক্তি করেছো। আপনি ভান্ডারীকে শেখ হাসিনা রমনা থানায় নিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে যে পিটান পিটিয়েছিল জীবনেও তো ভুলবে না। তখন তো বলেছিলেন, শেখ হাসিনার মত্যু স্বাভাবিক হবে না। আর এখন সেই হাসিনার তোষামোদি করছেন। গত বারতো আপনাকে পিটিয়ে ছেড়ে দিয়েছে, এবার ধরলে চুল-দাড়ি সব কামিয়ে ছেড়ে দেবে।

বিএনপি নেতা সরোয়ার আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি নেতা মির্জা মোহাম্মদ আকবর, ইঞ্জিনিয়ার বেলায়ত হােসেন, নাজিরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র এস.এম সিরাজ উদ দৌলা, ফটিকছড়ি পৌর বিএনপি নেতা মো.এমরান হোসেন, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, বাহার, জয়নাল আবেদিন চৌধুরী, দিদার, যুবদল নেতা মনছুর, ছাত্রদল নেতা রুবেল প্রমূখ। সূত্র: পাঠক নিউজ

সর্বশেষ