spot_imgspot_img
spot_imgspot_img

জাল দলিল তৈরী করে ৫ কোটি টাকা চাঁদার দাবী

spot_img

 

- Advertisement -

মো.মামুন :: চট্টগ্রামে জাল জলিল সৃষ্টি করে ১০ লক্ষ টাকা ভাড়া আত্মসাৎ ও ৫কোটি টাকা চাঁদা দাবীতে প্রাণ নাশের হুমকির অভিযোগে একটি আদালতে মামলা দায়ের হয়েছে। গতকাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ২য় আদালত আবু সালেম মোহাম্মদ নোমান এর আদালতে মামলাটি দায়ের করেন সাবেক এমপি ও উপমন্ত্রী কোতোয়ালী থানাধীন লালদীঘি ওরিয়েন্ট টাওয়ারের মালিক মরহুম ব্যারিষ্টার আনোয়ারুল আজিমের পুত্র প্রফেসর আরিফ মইন উদ্দীনের পক্ষে তৎ কার্যকারক তারিন মহি উদ্দীন আজিম। মহানগরীর লালদীঘির উত্তর পাড়স্থ ওরিয়েন্ট টাওয়ারের ডেভেলপার হাজী সবুরের ওয়ার্কিং পার্টনার জনৈক এসএম আহমদ হোছেন জাল জলিল সৃষ্টি করে ১০ লক্ষ টাকা ভাড়া আত্মসাৎ ও ৫কোটি টাকা চাঁদা দাবীতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলার নথিপত্র পর্যালোচনা, বাদীর জবানবন্দি গ্রহণ এবং আইনজীবীগণের বক্তব্য শুনে অভিযোগ বিষয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই,চট্টগ্রাম কে নির্দেশ দেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০০ সালের ৩০ মে ভেভেলপার ব্যবসায়ী হাজী আব্দুস সবুরের সাথে বাদীর একটি ভূমি উন্নয়ন চুক্তি হয়। উক্ত চুক্তির ৩নং সাক্ষী ও মূল ডেভেলপার হাজী সবুরের ওয়ার্কিং পার্টনার ১নং আসামী আহমেদ হোসেন (৫২) তার সংগীয় অন্যান্য আসামীদের সহায়তায় জালিয়াতির মাধ্যমে বর্তমানে নিজেই উক্ত টাওয়ার এর মালিক সেজে প্রতারণার মাধ্যমে ভাড়াটিয়াগণ হতে ভাড়া তুলে ১০ লক্ষ টাকা এবং সেলামী বাবদ ১ কোটি ৯০ লক্ষ টাকা সর্বমোট ২ কোটি টাকা আত্মসাৎ করেন। বাদীর আইনজীবি এড.এ.এম. জিয়া হাবীব আহসান বলেন, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর দুপুর ১২টায় আপোষ বৈঠকে উপস্থিত হয়ে ১নং আসাামীসহ অপরাপর আসামীরা ৫ কোটি টাকা চাঁদা না দিলে কোন ধরনের আপোষ মীমাংসা হবে না এবং উক্ত চাঁদা না পেলে বাদীকে হত্যা করিবে মর্মে আসামী ও তার দলবল হুমকি দেয় বলে মামলার আরজিতে উল্লেখ রয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ