spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে এক কিলোমিটার সড়ক নরক যন্ত্রণা

spot_img

 চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল জোরারগঞ্জের করেরহাটের ৫ নং ওয়ার্ডের কাঁচা মাটির রবিউল হক সংযোগ সড়কটি দিনে দিনে রুগ্ন হয়ে উঠছে

- Advertisement -

সিরাজুল আলম টিপু :: চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে এক কিলোমিটার একটি সড়কে প্রতিনিয়ত দূর্ভোগ মাড়িয়ে চলাচল করছে শত শত মানুষ। জেলার মিরসরাই জোরারগঞ্জের করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাঁচা মাটির রবিউল হক সংযোগ সড়কটি সংস্কারের অভাবে বছরের পর বছর রুগ্ন হয়ে উঠায় চলাচলরত মানুষের দূর্ভোগের সীমা নেই। বিগত ১০ বছর আগে স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সেক্টরের নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম বরাবরে সড়কটির তথ্যাদি প্রেরন প্রসঙ্গে চিঠি ইস্যু করলেও এভাবে পড়ে আছে সড়কটি। যার ফলে প্রতি বর্ষায় মানুষের চলাচলে দূর্ভোগের অন্ত নেই।
জানা গেছে, কাঁচা মাটির রবিউল হক সংযোগ সড়কটিতে স্থানীয় লতিফ মাষ্টার মহল্লাবাসীসহ প্রতিনিয়ত শত শত মানুষ যাতায়ত করে থাকে। প্রতিবার বর্যায় কাঁদামাটিতে ভরপুর দীর্ঘ এক কিলোমিটার কাঁচা মাটির সড়কটি দীর্ঘদিন থেকে এলাকাবাসী সংস্কারের দাবি জানিয়ে আসলেও কেউর কোন মাথা ব্যাথা নেই।
এলাকাবাসী জানান, প্রতিবার বর্ষায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসীর পক্ষে রবিউল হক সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আবেদন করলে ২০১০ সালের ২ মার্চ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালকের এর স্বারক (নং এলজিইডি/ পিডি(পিএমসিপি)/ই-১৭২/১৭/২৭) মূলে নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম বরাবরে তথ্যাদি প্রেরন প্রসঙ্গে চিঠি ইস্যু করে। কিন্তু বিগত ১০ বছরে এর কোন কার্যক্রম দেখা যাচ্ছে না। অবিলম্বে সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ