spot_imgspot_img
spot_imgspot_img

অবৈধ ভাবে ফুটপাত দখল করে জনদূর্ভোগ : ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা

spot_img

মো.মুক্তার হোসেন বাবু:: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে গতকাল দুপুরে মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন লাভলেইন মোড় হতে এনায়েত বাজার মোড় পর্যন্ত জুবিলী রোডের উভয় পার্শ্বের প্রায় ৩০টির মতো ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ ভাবে ফুটপাত দখল করে দোকানের অংশ বর্ধিত করে ও দোকানের সামনে ফুটপাতে মালামাল স্তুপ করায় জনদূর্ভোগ সৃষ্টি হয়। অভিযানে দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ ও মালামাল অপসারন করা হয় একই সাথে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ