মো.মুক্তার হোসেন বাবু:: চট্টগ্রাম মহানগরীতে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা দায়ের করেছেন ভ্রাম্যমান আদালত। নগরীর কোতয়ালী, ডবলমুরিং ও পাহাড়তলী থানা এলাকায় অভিযানে এই ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল ১০টা হতে পরিচালিত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, অভিযানে কোতয়ালী থানা এলাকার ৪টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- রহমতগঞ্জ এলাকার প্রত্যয় প্লাস স্টোর, আবদুস সাত্তার রোডে তানভীর ফ্যামিলি স্টোর, মোমিন রোডের মেসার্স ঝাল বিতান ও মেসার্স হক স্টোর। প্রত্যয় প্লাস স্টোরকে মোড়কজাত
পণ্যে নিজে মূল্য প্রদান করায় ৩ হাজার টাকা, তানভীর ফ্যামিলি স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ৮ হাজার টাকা, মেসার্স ঝাল বিতানকে অননুমোদিত সস সংরক্ষণ করায় ২ হাজার টাকা, মেসার্স হক স্টোরকে উৎপাদন-মেয়াদ বিহীন পণ্য ও মেয়াদোত্তীর্ণ বোতলজাত আচার শেলফে সংরক্ষণ করায় ৮ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মেসার্স ঝাল বিতানের প্রায় ৫ লিটার সস ধ্বংস করা হয়ে।
মুহাম্মদ হাসানুজ্জামান আরো জানান, ডবলমুরিং থানার সিডিএ কর্নফুলী মার্কেটের নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় খাজা গরীবে নেওয়াজ স্টোরকে ৫ হাজার ও পাহাড়তলী থানার কাঁচা রাস্তার মাথার জিলানী ফার্মেসিকে মেয়াদবিহীন কাটা ঔষধ ও অননুমোদিত ঔষধ সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণের তাগিদে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।