বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

‘মেসি, আমরা এবার তোমাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই।’

 

- Advertisement -

প্রিয় বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে আর ভক্তরা রাস্তার পাশে ভীড় করবে না তা হয়। বিদায় দিতে রঙ-বেরঙের পোস্টার আর ব্যানার হাতে প্রিয় দলকে বিদায় দিতে হাজির হয়েছেন ভক্তরা। বাদ যায়নি ছোট্ট-বড় বয়স্ক কেউই। তাদের হাতে এমনই এক প্ল্যাকার্ডে লেখা- ‘এবার বিশ্বকাপ নিয়ে বাড়ি ফিরবে।’ অারেক জনের প্ল্যাকার্ডে লেখা ছিল মেসির কাছে সরাসরি শিরোপা চাওয়া। কিং লিওর ঢঙে নিজেকে সাজিয়েছেন। গায়ে মেখেছেন বিশ্বকাপের রঙ। আর হাতের ব্যানারে লেখা, ‘মেসি, আমরা এবার তোমাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই।’

আহা স্বপ্ন! মেসি কি পারবেন পাগল সমর্থকদের সেই স্বপ্ন পূরণ করতে। তৃতীয়বারের মতো দেশকে বিশ্বকাপের মুকুট উপহার দিতে। প্রশ্নগুলো হয়তো খোদ মেসির কাছেও বড়ই দুর্বোধ্য। কিন্তু তার পরও যে উত্তর খুঁজে বের করতেই এই যাত্রা। ১৩ দিন পর বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক থাকলে তার আগে মাতৃভূমির মাটিতে পা পড়বে না মেসিদের। একেবারে বিশ্বকাপ খেলে তারপর। তাই তো গত বুধবার দেশ ছাড়ার আগে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন মেসি-আগুয়েরো-ডি মারিয়ারা। ঘুটঘুটে অন্ধকার। নেই কোনো ব্যস্ততা। সারাদিনের ক্লান্তি ভুলে কর্মচঞ্চল মানুষ সবে বাড়ি ফিরেছে। তেমন সময় আর্জেন্টিনা ফুটবল দল বার্সেলোনার বিমান ধরবে। খবর শুনে বসে থাকতে পারেননি ভক্তরা। যে যেভাবে পেরেছেন দলবেঁধে বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তায় হাজির হয়েছেন। দিনক্ষণটা আগেই জানা ছিল। যে কারণে দারুণ একটা প্রস্তুতি নিতে পেরেছেন তারা। এ দিন মায়ের কাছে থাকবে না বলে বোধহয় বায়না ধরেছিল আট কি দশ বছরের সেই ছেলেটিও। বাবার কাঁধে চড়ে মেসিদের বিদায় দিতে চলে আসে সে। হাত নেড়ে টিম বাসে থাকা বীরদের অভিবাদন জানিয়েছে।

চিৎকার করে বলেছে, ‘এবার অন্তত খালি হাতে ফিরো না।’ সে চিৎকার শুনেছেন মেসিরা? কানে গেছে সাম্পাওলির? হয়তো না। কিন্তু বাসের ভেতর থেকে সমর্থকদের প্রতিটি চাওয়া যেন বেজেছে মেসিদের কানে। হৃদয় দিয়ে সেই চাওয়া-পাওয়াগুলোর যোগফল হয়তো মিলিয়েও দেখেছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বার্সেলোনায় হবে মেসিদের বিশ্বকাপের শেষ প্রস্তুতি। ১৪ জুন রাশিয়ার মঞ্চে শুরু বিশ্বের সবচেয়ে ধ্রুপদী লড়াই। পর্দা ওঠার একদিন পর আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। তার আগে ৮ জুন প্রীতি ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হবে দলটি।

সর্বশেষ