কোন কারণ দর্শানোর নোটিশ ছাড়া নিয়ম বর্হিভূতভাবে দৈনিক আমার দিন পত্রিকাটি বন্ধ ঘোষণা করায় ভারপ্রাপ্ত সম্পাদক রাশেদুন্নবী বাবু ও ব্যবস্থাপনা সম্পাদক আহসান হাবীবকে প্রতিষ্ঠানের কর্মরত সাংবাদিক-কর্মচারীরা অবরুদ্ধ করে রেখেছেন।
বৃহস্পতিবার দিনের শেষে অনাকাঙ্খিতভাবে মালিকপক্ষ দৈনিক আমার দিন পত্রিকা বন্ধের ঘোষণা করায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য এবং সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরিসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে অবরোধ ও অবস্থান কর্মসূচি চলছে।
মালিকপক্ষ থেকে সুস্পষ্ট কোন ঘোষণা না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এর আগে ২০১৬ সালে প্রকাশের আগেই দৈনিক আমার দিন পত্রিকা থেকে পদত্যাগ করেন সম্পাদক জাহিদুজ্জামান ফারুক ও প্রধান বার্তা সম্পাদক খোন্দকার মুহম্মদ খালেদ। ২০১৬ সালের ১০ ডিসেম্বর পত্রিকার মালিক বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন। তারা এ বছরের ১ অক্টোবর পত্রিকাটিতে যোগ দিয়েছিলেন।
জানা গিয়েছিল, সম্পাদকের মর্যাদা সমুন্নত রাখার স্বার্থে সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন জাহিদুজ্জামান ফারুক। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সংবাদমাধ্যমে যেকোনো বিষয়ে সম্পাদকের সর্বময় ক্ষমতা থাকে। তবে আমার দিনে ওয়েজবোর্ডের নিয়ম লঙ্ঘন করে পত্রিকাটির মালিকপক্ষ একটি কমিটির মাধ্যমে সম্পাদকের ক্ষমতা খর্ব করেছিল। মালিকপক্ষ পত্রিকাটিতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিল। যাতে সম্পাদক, নির্বাহী সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদকের পাশাপাশি পত্রিকাটির মালিকপক্ষ থেকে প্রশাসন, এইচআর, হিসাব শাখার কর্মকর্তা ও কোম্পানি সেক্রেটারিকে অন্তর্ভুক্ত করা হয়।
পত্রিকা পরিচালনার বিষয়ে সর্বময় ক্ষমতা এই কমিটিকে দিয়ে বলা হয়েছিল, কমিটির সাতজনের মধ্যে সম্পাদক একজন। এই নিয়ম একটি সংবাদ মাধ্যমের সম্পাদক পদের জন্য অপমানজনক। এ কারণে সম্পাদকের পদমর্যাদা ক্ষুণ্ন হওয়ায় পত্রিকাটির সম্পাদক জাহিদুজ্জামান ফারুক পদত্যাগ করেছেন বলে জানা যায়। তার পদত্যাগপত্র পত্রিকার মালিক গ্রহণ করেছিল। তবে প্রধান বার্তা সম্পাদক খোন্দকার মোহাম্মদ খালেদকে তার পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন মালিকপক্ষ।