হেফাজত ও ছয় ইসলামী দলের নেতারা বলেছেন, মাদক নির্মূল অভিযান একটি প্রশংসনীয় উদ্যোগ, রাঘব বোয়ালরা যেন বাদ না যায়। মাদকের অভিশাপ থেকে আমাদের দেশ ও নতুন প্রজন্মকে বাঁচাতে হবে। দেশের সমৃদ্ধ ও অগ্রগতির পথে এখন বড় বাঁধা হচ্ছে মাদক।
শুক্রবার হেফাজত, ইসলামী ঐক্যজোট তরিকত ফেডারেশন ও আওয়ামী ওলামা লীগের শীর্ষ নেতাদের সঙ্গে এ প্রসঙ্গে যোগাযোগ করলে প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন।
ইসলামী ঐক্যজোট (চার দল নিয়ে গঠিত) চেয়ারম্যান মাওলানা মো. আবদুল লতিফ নেজামী বলেন, মাদক নির্মূল অভিযান প্রশংসনীয় উদ্যোগ, তবে রাঘব বোয়ালরা যেন বাদ না যায়। মাদক নির্মূল অভিযানে ক্রসফায়ারে হত্যার ব্যাপারে ব্যাপক সমালোচনা হচ্ছে, কিন্তু তারপরও বলবো মাদক নির্মূল অভিযান সরকারের একটি সঠিক সিদ্ধান্ত।
বাংলাদেশের তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন আবদুল আউয়াল এমপি বলেন, সরকারের মাদক নির্মূল অভিযান একটি ভাল উদ্যোগ, আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। যারা মাদক ব্যবসা করে তারা সাধারণ লোক নয়, তাদেরকে নির্মূল করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত। এক্ষেত্রে আইন শৃঙ্খালা বাহিনীকে বলবো তারা যেন এ ব্যাপারে সতর্কভাবে প্রতিটি পদক্ষেপ নেয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, আমি মনে করি মাদকের অভিশাপ থেকে আমাদের দেশ ও দেশের নতুন প্রজন্মকে বাঁচাতে হবে। দেশের সমৃদ্ধ ও অগ্রগতির পথে এখন বড় বাঁধা হচ্ছে মাদক। সরকারকে জিরো টলান্স নীতিতে মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে হবে।
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কার্যকরী সভাপতি হাফেজ মাওলানা আবদুস সাত্তার বলেন, আমরা চাই মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকুক। মাদক ব্যবসায়ী রাঘব বোয়াররা যেন বাদ না পড়ে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি মাদক নির্মূল অভিযানকে স্বাগত জানাই।