শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

ফলোআপ চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

 

- Advertisement -

চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে যান তিনি। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। সেখানে হূদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ভিসুটের অ্যাপয়েন্টমেন্টও নেয়া হয়েছে। চিকিৎসা শেষ হলেই বিএনপি মহাসচিব মির্জা আলমগীর দেশে ফিরবেন বলে জানিয়েছে তার পরিবার। মির্জা আলমগীরের সঙ্গে গেছেন তার স্ত্রী রাহাত আরা।
বিএনপির একাধিক সূত্র জানায়, ব্যাংককে চিকিৎসা শেষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাজ্য যেতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্লেখ্য, হূদরোগের চিকিৎসার জন্য সর্বশেষ ২০১৬ সালের ২৮শে এপ্রিল ব্যাংকক যান মির্জা আলমগীর। হূদরোগ ছাড়াও ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির জটিলতায় ভুগছেন তিনি। বাংলাদেশে এ সমস্যার উন্নত চিকিৎসা না থাকায় ২০১৫ সালে ১৪ই জুলাই কারাবন্দি মির্জা আলমগীরকে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার জন্য জামিনে মুক্তি দিয়েছিল উচ্চ আদালত। এরপর কয়েক দফায় সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেন তিনি। ওদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও গতকাল ব্যাংকক গেছেন। তিনি ফিরবেন প্রায় এক সপ্তাহ পর।

সর্বশেষ