কুমিল্লায় নাশকতার মামলায় বিশেষ ক্ষমতা আইনে খালেদার আবেদন

 

- Advertisement -

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যানবাহন ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা মামলায় জামিন আবেদন করেছেন তার আইনজীবী।

মঙ্গলবার (৫ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ জামিন আবেদন করেন অ্যাডভোকেট মাসুদ রানা।

হাইকোর্টের বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ জামিন আবেদনের শুনানি হবে।

এর আগে সংশ্লিষ্ট বেঞ্চ থেকে জামিন আবেদনের অনুমতি নেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

খালেদার আইনজীবী মাসুদ রানা জানান, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

তিনি বলেন, চলতি বছরের ২৮ মে কুমিল্লা জজ কোর্টে খালেদার পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। সেই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশনা চান। সে সময় আদালত বলেন- আসামি পক্ষ গ্রেপ্তারি পরোয়ানা চাইতে পারে না। সেই সঙ্গে আদালত জামিন আবেদন নাকচ করে দেন। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে জামিন আবেদন করা হয়েছে।

সর্বশেষ