চাঁদপুরের হাজীগঞ্জে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে আলী মিয়া বেপারী (কাউন্সিলর শুকু মিয়ার) বাড়ির পুকুরে ডুবে দুই ভাইসহ চার শিশু মারা গেছে।
আজ মঙ্গলবার ভোরে ওই বাড়ির একজন ফজর নামাজের অজু করতে গিয়ে মৃতদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখে। তার চিৎকারে বাড়ির লোকজন জড়ো হয়ে পুকুর থেকে লাশ উত্তোলন করে।
নিহতরা হলো ওয়াসিমের দুই ছেলে রাহুল (১৩) ও শামিম (১১) এবং আহসান হাবিবের ছেলে রায়হান (১১) ও শাহরাস্তির নজরুল ইসলামের ছেলে লিয়ন (১৩)। লিয়ন নানার বাড়িতে থাকত।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর থেকেই চার শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ জন্য হাজীগঞ্জের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে চার শিশু ওই পুকুরে গোসল করতে নেমেছিল। তাই অনেকের ধারণা ছিল, গোসল করে তারা অন্য কোথাও চলে গেছে।
ওয়ার্ড কাউন্সিলর মো. শুকু মিয়া জানান, চার শিশু হাজীগঞ্জ বাজারে বিভিন্ন সময় হকারের কাজ করত। গতকাল দুপুর থেকে তারা নিখোঁজ ছিল।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পরপরই উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এসআই জয়নাল সাংবাদিকদের জানান, চার শিশুই পানিতে ডুবে মারা গেছে।