জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করার আগেই একে ‘শোষণের বাজেট’, ‘ভুয়া বাজেট’, ‘লুটপাটের বাজেট’ আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খাঁন। তার দাবি, এই বাজেট জনগণের উপকার ও কল্যাণেই আসবে না।
আজ (৭জুন)বৃহস্পতিবার সকালে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মঈন খাঁন। তিনি বলেন, ‘জনগণের কষ্টের টাকা পকেট কেটে সরকার শোষণ,লুটপাটের বাজেট দিচ্ছে।’
প্রতিবারের মতো বাজেটকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দল সমালোচনায় মুখর থাকে। তবে এবার বাজেট ঘোষণার দুই দিন আগে থেকেই বিএনপি নেতা রুহুল কবির রিজভী এর সমালোচনা করেছেন। আর মঈন খাঁন ও তাই করলেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার পর সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুরুতে দেশের অর্থনীতির ওপর বক্তব্য দেয়ার পর চলতি অর্থবছরের সম্পূরক বাজেট দেন। জানান, চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৪ শতাংশ নির্ধারণ করা হলেও প্রাথমিক প্রাক্কলনে এটি ৭.৬৫ শতাংশ হয়েছে।
এবারের বাজেটের আকার চলতি অর্থবছরের চেয়েও ৫৪ হাজার কোটি টাকা বেশি। এই তথ্যটি অবশ্য আগেই জানা গেছে। তবে বাজেটের খুঁটিনাটি তখনও প্রকাশ করেননি আবুল মাল মুহিত। তবে অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবের কয়েক ঘণ্টা আগে মঈন খাঁন বলেন, ‘বাজেট ফুলিয়ে বড় করা হচ্ছে। আকারে বড় হলেও এর মান অত্যন্ত নিম্ন।’
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের মন্ত্রী বলেন, ‘ভুয়া ও লুটপাটের বাজেট। এতে জনগণের কোনো লাভ হবে না। ঘোষণার অপেক্ষায় থাকা বাজেটকে ‘মেগা প্রজেক্টের মেগা লুটপাটের বাজেট’ বলেও দাবি করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এ সরকারের বাজেট দেয়ার এখতিয়ার নেই বলেও দাবি করেন তিনি।
মঈন খান জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত নেতাদেরকে নিয়ে। তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিকভাবে কমিটি করেছি। আগামী দিনের আন্দোলন সংগ্রামে নতুন কমিটির নেতৃবৃন্দ ভূমিকা রাখবে বলে আশা করি।’ এ সময় সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।