চট্টগ্রাম মহানগরী থেকে অস্ত্র ও গুলিসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ছয়জন হলেন মোহাম্মদ শহিদুল ইসলাম জিসান (২৩), মোহাম্মদ খোকন (২২), রবিউল হোসেন মামুন (২২), মোহাম্মদ লায়েক হোসেন হৃদয় (২০), মোহাম্মদ ইব্রাহিম খলিলুলাহ (২৪) ও মোহাম্মদ জুনায়েদ (২০)। গতকাল বৃহস্পতিবার কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। এই ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার হওয়া এই ছয় ডাকাত পুলিশকে জানায়, রমজানে নগর থেকে ভোরবেলা ট্রেনযাত্রীরা মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার সময় ছিনতাই ও ডাকাতি করার জন্য তারা জড়ো হয়েছিল। ছিনতাই ও ডাকাতিই তাদের আয়ের একমাত্র উৎস।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গোপন খবরের ভিত্তিতে আজ (গতকাল) ভোর সোয়া চারটায় আমরা জানতে পারি টাইগারপাসের পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনির সামনের রাস্তার ওপর ১০-১২ জন সশস্ত্র ডাকাত জড়ো হয়েছে। এরপর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কাঠের বাঁটসহ ২৯ ইঞ্চি লম্বা একটি দেশি বন্দুক, ২টি কার্তুজ, ১টি ১০ ইঞ্চি লম্বা কালো রঙের ছোরা, ১টি সাড়ে ১০ ইঞ্চি লম্বা সিলভার রঙের ছোরা জব্দ করা হয়েছে।