খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে শনিবার সারাদেশে বিএনপির গণঅনশন

 

- Advertisement -

প্রিয়সংবাদ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ২০শে নভেম্বর সারা দেশে গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি । বৃহস্পতিবার গুলশানস্থ বিএনপি চেযারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ২০শে নভেম্বর সারাদেশে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করতে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। ঢাকায় আমরা যদি ভালো কোন ভেন্যু না পাই তাহলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের এই কর্মসূচি পালিত হবে।

সর্বশেষ