প্রিয়সংবাদ ডেস্ক :: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে গত ১৮ ই নভেম্বর ২০২১ তারিখে ইউসেপ স্কুলে একটি “ফ্রি মেডিকেল ক্যাম্প” আয়োজন করা হয়, যেখানে সার্বিক সহযোগিতায় ছিল ইউনিলিভার প্রভাত কর্মসূচির অংশ হিসেবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং লায়ন্স ইন্টারন্যাশনাল চট্টগ্রাম । উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় সাড়ে তিনশত মানুষ উপকৃত হয় যার মধ্যে স্থানীয় মানুষ এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন । ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্যে অন্তর্ভুক্ত ছিল সাধারণ মেডিকেল চেকআপ, চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপিং এবং সাধারণ ওষুধ বিতরণ ।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ এহসান-ই-এলাহী । এতে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের পরিচালক জনাব এস. এম. এনামুল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরির্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কালুরঘাট কারখানার সম্মানিত পরিচালক জনাব রাম কৈলাশ সিং ভাদৌরিয়া, এমপ্লয়ি রিলেশন্স লিড জনাব মহঃ সানাউল্লা মল্লিক, এম অ্যান্ড ও এইচ লিড ডঃ আফরোজা আমিন এবং অন্যান্য ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কালুরঘাট কারখানার অন্যান্য ব্যবস্থাপক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।