- Advertisement -
বিএনপির চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার দ্রুত সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর আলোকে ঢাকায় প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডি থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে প্রতিবাদ মিছিল হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবির নির্দেশনায় প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন ধানমন্ডি থানা বিএনপি নেতা রফিকুল ইসলাম ভূইয়া, জামাল হোসেন টুয়েল, কাবিরুল হায়দার চৌধুরী, শাহাদাত হোসেন সৈকত, শহিদুল ইসলাম, শেখ লুৎফুর রহমান, রুহুল আমিন, জাফর আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতৃবৃন্দ দ্রুত মিছিল শেষ করেন। তারা প্রতিবাদ মিছিলে বেগম জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।