রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

অবিলম্বে খালেদা জিয়ার সু-চিকিৎসার দাবি

জিয়া পরিষদের ৫০১ বুদ্ধিজীবীর বিবৃতি

- Advertisement -

 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ আখ্যা দিয়ে অবিলম্বে তার সুচিকিৎসা দাবি করেছে জিয়া পরিষদের ৫০১ জন বুদ্ধিজীবী। রোববার এক বিবৃতিতে তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও কারাগারে মাথা ঘুরে পড়ে যাওয়ার সংবাদে গভীর উদ্বেগ, উৎকন্ঠা প্রকাশ করে বলেন, কাল বিলম্ব না করে বেগম জিয়ার উন্নতর চিকিৎসার ব্যবস্থা করুন।

জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়- দেশের গণতন্ত্র, আইনের শাসন ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করে আজীবন ক্ষমতায় থাকতেই সাজানো, বানোয়াট মামলায় দেশনেত্রীকে অন্তরীণ রাখা হয়েছে। সরকার ও কারা কর্তৃপক্ষ বেগম জিয়ার চিকিৎসা নিয়ে সম্পূর্ণ উদাসীন। সরকারের নির্দেশেই কারা কর্তৃপক্ষ তার সুচিকিৎসার কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার জন্য তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বর্তমান সরকার। তারা খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানান।

বিবৃতি প্রদানকারী জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্তর্ভূক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, আইনজীবি, প্রকৌশলী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ, ডা. আব্দুল কুদ্দুস, জিয়া পরিষদের মহাসচিব ড. মোঃ এমতাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ, ড. মোশাররফ হোসেন মিয়া, ড. এম রফিকুল ইসলাম, ড. মোঃ আলতাফ হোসেন, ড. মামনুনুল কেরামত, ড. এম ফারুক, ড. সাহাদাত হোসেন মন্ডল, এম সলিমুল্লাহ খান, ড. শফিকুল ইসলাম, ড. লুৎফর রহমান, ড. ওবায়দুল ইসলাম, ড. আলীনুর রহমান, ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, ড. হারুনুর রশিদ, সি.এম মোস্তফা, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডা. আবদুল লতিফ মাসুম, অধ্যক্ষ হুমায়ুন কবীর, জিয়াউল ফারুক শামসু তালুকদার, দেওয়ান মাহফুজুর রহমান ফরহাদ, ড. দেলোয়ার হোসেন, রুহুল আলম, আবুল কালাম আজাদ, ডা. মোঃ জাকির হোসাইন, ড. মোঃ হাসানাত আলী, ড. মোঃ মঈনুল হোসেন, ডা. আলীমুজ্জামান, খন্দকার শফিকুল হাসান রতন, ড. মোস্তফা কামাল পাশা, মোঃ আকতার হোসেন, ড. চেঙ্গিস খান, ড. নাহিদ জেবা, মনোয়ারুল ইসলাম এনাম, ড. মোজাম্মেল হোসেন, মোঃ নাজির আহমেদ, ডা. মোঃ আলী সিদ্দিকী, মোঃ শহিদুল ইসলাম শহিদ, প্রকৌশলী শরিফুজ্জামান খান প্রমুখ।

সর্বশেষ