কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ১৪ই জুন জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করবে বিএনপি। আজ সোমবার দলটির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত ৮ই ফেব্রুয়ারি থেকে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে রয়েছেন খালেদা জিয়া। ৫ই জুন তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকরা কারাগারে তার সঙ্গে দেখা করে মাইল্ড স্ট্রোক হয়েছে বলে আশংকা করেন। তারা চিকিৎসার জন্য কিছু সুপারিশ করেন।