- Advertisement -
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুকে আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ২৭ নং বাড়ি থেকে তাকে তাকে আটক করে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং-এর সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সুলতান সালাহ উদ্দিন টুকুর স্ত্রীর বরাত দিয়ে শাসুদ্দিন দিদার বলেন, তার সঙ্গে আরও নেতাকর্মী ছিলেন। তাদের সবাইকে নিয়ে গেছে। কোথায় নিয়েছে, তা আমরা এখনও জানতে পারিনি।