spot_imgspot_img
spot_imgspot_img

নিরপেক্ষ সরকার নয়, দরকার নিরপেক্ষ নির্বাচন : কাদের

spot_img

প্রিয়সংবাদ ডেস্ক :: দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরোধিতা প্রসঙ্গে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন। যা আমাদের দেশে হচ্ছে।

- Advertisement -

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধান সারা বিশ্বে প্রশংসিত। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও ঠিক সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকলে সরকারের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা, আইন-শৃঙ্খলা বাহিনী তাদের অধীনে থাকে। সুতরাং নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ প্রশ্নাতীত।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তাদের নেতা কে, নির্বাচনে কে নেতৃত্ব দেবেন তাও নির্দিষ্ট নেই। উপরন্তু কর্ণফুলী টানেল, মেট্রোরেল, পদ্মা সেতু যখন চালু হবে, বিএনপি তখন চোখে সর্ষে ফুল দেখবে’।

আগাম জাতীয় নির্বাচনের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের সাথে মতবিনিময়ের পর ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এর আগে নোয়াখালীতে নিজ নির্বাচনী এলাকা ঘুরে রাত ৮টায় ফেনী সার্কিট হাউজে অবস্থান নেন তিনি।
সূত্র : বাসস

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ