spot_imgspot_img
spot_imgspot_img

সাগরে ঘূর্ণিঝড় ‘আসানি’, ধেয়ে আসতে পারে বাংলাদেশের দিকে

spot_img

প্রিয়সংবাদ ডেস্ক :: আন্দামান সাগরে শুক্রবার (৬ মে) সৃষ্টি হতে পারে সম্ভাব্য লঘুচাপ। আর এই লঘুচাপের ফলে সৃষ্টি হতে পারে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আসানি। বাংলাদেশের আবহাওয়া অফিস ধারণা করছে, এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ।

- Advertisement -

উড়িষ্যা বাইটসে বৃহস্পতিবার প্রখ্যাত আবহাওয়াবিদ জেসন নিকোলাসের জানিয়েছেন, শুক্রবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে নিম্নচাপ তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যা এই সপ্তাহান্তে বা আগামী সপ্তাহের শুরুতে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যা অন্ধ্র প্রদেশ থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অঞ্চলগুলির দিকে প্রভাব ফেলতে পারে।

বৃহস্পতিবার (৫ মে) আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ গণমাধ্যমকে বলেন, ‘দক্ষিণ আন্দামান সাগরের সম্ভাব্য লঘুচাপটি আগামীকাল সৃষ্টি হতে পারে। এখন পর্যন্ত সৃষ্টি হতে যাওয়া লঘুচাপটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের দিকে মুখ করে আছে। তবে এর গতিপথ একেক সময় একেক দিকে দেখাচ্ছে।

বাংলাদেশে প্রবেশ করলে ঘূর্ণিঝড়টি কোন দিকে আঘাত হানতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না, এটি কোন দিকে আঘাত হানবে। যেকোনো দিকে আঘাত হানতে পারে।’

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পশ্চিম অঞ্চলে যেতে পারে আবার পূর্বাঞ্চলেও যেতে পারে। এটি আগামী ১০ থেকে ১২ তারিখের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে বলেও জানান তিনি।

আগামী ২৪ ঘণ্টা দেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে জানতে চাইলে ওমর ফারুখ বলেন, ‘দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে।’

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ