মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
spot_img

চট্টগ্রামে “মলম পার্টি চক্রের” দুই সদস্য গ্রেফতার

তৌহিদুর রহমান : চট্টগ্রাম মহানগরী থেকে অভিযান চালিয়ে ২টি ছোরাসহ ২ জন “মলম পার্টি চক্রের” সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। গতকাল মঙ্গলবার ডবলমুরিং থানাধীন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল মোঃ খাইরুল ইসলাম শুভ (১৯) ও মোঃ নুর আলম (১৯)।
র‌্যাব জানায়, ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী জামাল হোটেলের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মলম পার্টি চক্রের সদস্যরা ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১২ জুন ২০১৮ ইং তারিখ ১২৩০ ঘটিকার সময় অতিঃ পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ, পিপিএম এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অবস্থান নেয়। র‌্যাবের আভিযানিক দল উক্ত এলাকায় অবস্থান করা কালীন সময়ে মলম পার্টির সদস্যরা ছিনতাই করে দৌড়ে পালানো চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে “মলম পার্টি চক্রের” সদস্য ১। মোঃ খাইরুল ইসলাম শুভ (১৯), পিতা-মোঃ কামাল হোসেন, গ্রাম-ঈদগাহ বৌবাজার আমতলা, থানা-হালিশহর, সিএমপি, চট্টগ্রাম এবং ২। মোঃ নুর আলম (১৯), পিতা-মৃত হারুন রশিদ, গ্রাম-ঈদগাহ বৌবাজার আমতলা, থানা-পাহাড়তলী, সিএমপি, চট্টগ্রাম’দেরকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মলম পার্টি চক্রের সদস্য’দের দেহ তল¬াশী করে ০২ টি ছুরি এবং ০২ টি মলমের কৌটা উদ্ধারসহ মলমপার্টি সদস্য’দেরকে গ্রেফতার করা হয়। উলে¬খ্য যে, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা চট্টগ্রাম মহানগরীর মলমপার্টি চক্রের সক্রিয় সদস্য। তারা সম্প্রতি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় চুরি/ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছে।

সর্বশেষ