সমাজের সুবিধাবঞ্চিত অসহায়,এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন চট্টগ্রাম। আজ মঙ্গলবার (১২ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর রেলস্টেশন সংলগ্ন আলোর ঠিকানা স্কুলে ঈদবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি শামসুল হুদা মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসান আল-কুতুবীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু ।
বিশেষ অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি এসএম আজিজ ও চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী শারমিন। রিমা,সিনিয়র সদস্য রাশেদুল হক খোকন,পরিবর্তন চট্টগ্রাম’র যুগ্ন সম্পাদক রিয়াজ রহমানচৌধুরী,সহ-অর্থ সম্পাদক মুজাম্মেল আজিম ত্বহা,সহ-প্রচার সম্পাদক সাহাবু উদ্দিন,ত্রান ও দুযোগ সম্পাদক জাহিদ হাসান নিবির প্রমুখ।