শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
spot_img

বিএনপির আন্দোলনে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে

 

- Advertisement -

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার পর থেকে তাঁকে আরো কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়। ফলে সবগুলো মামলায় জামিন না হওয়া পর্যন্ত ছাড়া পাচ্ছেন না তিনি। এদিকে ঈদুল ফিতরের দিন কেবল খালেদা জিয়ার স্বজনরা ছাড়া তার সাথে দেখা করার অনুমতি পাননি বিএনপির শীর্ষ নেতারা। এখন বিএনপি নেতার মনে করছেন আন্দোলন ছাড়া নেত্রীর মুক্তি অসম্ভব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, ‘দেশে আইন বলতে কিছুতো নেই৷ এখন এক নির্মম পরিস্থিতি বিরাজ করছে। নানাভাবে খালেদা জিয়ার জামিন আটকে দেয়া হচ্ছে। তাকে চিকিৎসা করাতে দেয়া হচ্ছে না৷ এমনকি তার সঙ্গে আইন অনুযায়ী দেখা করারও সুযোগ দেয়া হচ্ছে না।

আমির খসরু আরো বলেন, ‘বিএনপিকে আন্দোলনে যেতেই হবে। আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তির সম্ভাবনা দেখছি না। সেক্ষেত্রে সামনে নির্বাচনসহ আরো অনেক বিষয় মাথায় নিয়েই বিএনপি আন্দোলনে যাবে৷ তবে দিন-ক্ষণ দিয়ে তো আর আন্দোলন হয়না। আমরা সময় মতই আন্দোলনে যাবো।

বিএনপির দায়িত্বশীল একজন নেতা জানান, ঈদের পরই আন্দোলন নিয়ে সিদ্ধান্ত হবে। তবে শক্ত আন্দোলন শুরু করতে বিএনপি আরো কিছুটা সময় দেখতে চায়। আর সেটা নির্বাচনকে সামনে রেখেই যৌক্তিক সময়ে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

সর্বশেষ