রবিবার, ১০ নভেম্বর ২০২৪
spot_img

দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে সুইডেন

 

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে সুইডেন। সুইডিশদের একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে। নিঝনি নভোগরদ স্টেডিয়ামে ম্যাচের ৬৫তম মিনিটে স্পট কিক থেকে বল জালে পাঠাতে ভুল করেননি সুইডেন ডিফেন্ডার আন্দ্রেই গ্রাঙ্কভিস্ট। এর আগে ০-০ সমতা নিয়ে ম্যাচের প্রথামর্ধের খেলা শেষ করে সুইডেন ও এশিয়ার ফুটবলের পরাশক্তি দক্ষিণ কোরিয়া। নভোগোরদ মাঠে সুইডেন-কোরিয়ার লড়াইয়ে গোলবারে প্রথম শটটি দেখা যায় ম্যাচের ২০তম মিনিটে। বিশ্বকাপের ইতিহাসে ম্যাচের প্রথম শটের জন্য দ্বিতীয় দীর্ঘ সময় অপেক্ষার রেকর্ড এটি।
আগের রেকর্ডটি ৫২ বছরের পুরনো। ১৯৬৬’র বিশ্বকাপে নেদারল্যান্ডস-কোস্টিারিকা ম্যাচে গোলবারে প্রথম শট নেয়া হয় ম্যাচের ২০.৫৯তম সেকেন্ডের মাথায়। এবারের বিশ্বকাপে কঠিন গ্রুপের তকমা পাচ্ছে এটি। আর এফ’ গ্রপের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে শিরোপাধারী জার্মানির হারে তা ¯ হয়েছে আরো।

সর্বশেষ