‘কচি শিশু’ ইশরাককে ‘গণধোলাইয়ের’ হুমকি দিলেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত

 

- Advertisement -

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ‘কচি শিশু’ হিসেবে অভিহিত করে তাকে ‘গণধোলাইয়ের’ হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস।

শুক্রবার একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজের এক ভিডিওতে সনজিতকে এ হুমকি দিতে দেখা যায়।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেওয়ার আগে সংবাদমাধ্যমের ইশরাক ‘ছাত্রলীগকে গোনায় ধরেন না’ জানিয়ে বলেন, ‘ক্রিকেট ম্যাচ হইছে না গতকাল (১৫ আগস্ট) বরগুনায়, ক্রিকেট ম্যাচ হবে’।

সোমবার (১৫ আগস্ট) বরগুনায় ছাত্রলীগের দু’পক্ষের মারামারির পর পুলিশ তাদের লাঠিপেটা করে। ওই লাঠিপেটাকে ইশরাক ‘ক্রিকেট ম্যাচ’ হিসেবে অভিহিত করেন।

এর প্রতিক্রিয়ায় সনজিত চন্দ্র দাস বলেন, ইশরাক বিএনপির কোনো বড় নেতা না। তিনি বাবার কারণে রাজনীতিতে এসেছেন। বিদেশে পড়ালেখা করার কারণে দেশের রাজনীতি সম্পর্কে তিনি ভালো ধারণা রাখেন না।

এ সময় সনজিত ইশরাক হোসেনকে কয়েকবার ‘শিশু’ ও ছোট বলে অভিহিত করেন।

ইশরাক হোসেনের বাবা সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তাকে ক্ষমা চাইতে বলেন। অন্যথায় ছাত্রলীগ, তাকে (ইশরাক) যেখানে পাবে সেখানে গণধোলাই দেবে বলে হুমকি দেন।

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের যে আবেগ, যে আদর্শ সেটা নিয়ে খেলা করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। বিএনপিটর মতো এত বড় সংগঠনের নেতারা ছঅত্রলীগকে নিয়ে কখনো এ ধরনের কথা বলেন না।

সনজিত ইশরাককে উদ্দেশ্য করে আরো বলেন, ‘আপনি ছাত্রলীগের ‘ঠেডা’ খান নাই তো, পিটনা খান নাই তো…’।

ইশরাকের রাজনীতিকে তিনি ‘টিকটকের’ সঙ্গে তুলনা করেন বলেন, ‘আপনি যে বক্সিং মারেন মিছিলে, এ ধরনের হাস্যরস.., এগুলা আমাদের এলাকার আমাদের ভাতিজা, ভাগিনা ওরা করে ছোট শিশুরা…আপনি রাজনীতি করতে চাইলে সুস্থ ধারায় রাজনীতি করুন…’।

সর্বশেষ