বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রামে অবৈধ ফুটপাত দখলের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা

ফুটপাত দখলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

মঙ্গলবার দুপুরে আন্দরকিল্লা এলাকায় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও বিশেষ ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এ অভিযান চালান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, আন্দরকিল্লা এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসানোর অপরাধে ফলের দোকানের মো. হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফুটপাতের উপর অবৈধভাবে ফ্রিজ রেখে পথচারী চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে বক্সির বিট এলাকায় ফুলকলি সুইটসকে পাঁচ হাজার টাকা এবং ডায়মন্ড সুইটসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ