মঙ্গলবার বেলা আড়াইটার দিকে খুলশী থানার হলি ক্রিসেন্ট হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছে।
কলেজছাত্রী তিথি বড়ুয়া (২১) একটি অটো রিকশায় ছিলেন; শহর এলাকার একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দিলে প্রাণ হারান তিনি।
নিহত তিথি চট্টগ্রাম সরকারি মহিলা করেজের অর্থনীতি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি মডেলিংও করতেন।
রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী এলাকার বাসিন্দা সুদান বিকাশ বড়ুয়ার ছোট মেয়ে তিথি। তারা নগরীর কসমোপলিটন আবাসিক এলাকায় থাকতেন।
তিথির বড় বোনের স্বামী নিবারণ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে নগরীর ফয়’স লেকে বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছিল। এসময় তাদের বহনকারী সিএনজি অটো রিকশাকে পেছন দিক থেকে শহর এলাকার একটি বাস ধাক্কা দেয়।”
ওই অটো রিকশায় তিথির সঙ্গে আরও তিনজন ছিলেন। তারা সামান্য আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গুরুতর আহতাবস্থায় বেলা ৩টার দিকে তিথিকে হাসপাতালে আনলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বিডি নিউজ