spot_imgspot_img
spot_imgspot_img

কক্সবাজারে শিক্ষিকা ধর্ষণ: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

spot_img

কক্সবাজারে স্কুলশিক্ষিকাকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি বেদার মিয়াসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাকৃতরা ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

- Advertisement -

বুধবার বেলা ১২ টার দিকে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত ১৯ আগস্ট কক্সবাজার সদরের পিএমখালীর মালিপাড়ায় এক বিয়ের অনুষ্ঠান থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে (টমটম) বাড়ি ফিরছিলেন ওই শিক্ষিকা। সে সময় তিনি বাংলাবাজার ব্রিজ এলাকায় পৌঁছালে গতিরোধ করেন মূল আসামি বেদার মিয়া ও তার সহযোগীরা। পরে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে তাকে নির্যাতন করা হয়। একপর্যায়ে ওই শিক্ষিকাকে সেখানে ফেলে রেখে তারা পালিয়ে যান।

এ ঘটনায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিন জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী। তিনি রামু উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

এরপর থেকেই অভিযান শুরু করে র‍্যাব। পরে গ্রেপ্তার করা হয় বেদার মিয়া ও তার দুই সহযোগীকে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছেন গ্রেপ্তারকৃতরা।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ